হ্যা তোমাকেই বলছি, পৃথিবীতে জন্ম যেমন সত্য ঠিক মৃত্যু ও তেমনি অবধারিত, মৃত্যুর স্বাদ না পেলে বেহেশত এর সন্ধান ও তুমি পাবে না, দৃষ্টি সীমার মাঝে যা কিছু দেখছো সবই নস্ব, ধংস অনিবার্য , তোমার বেহেশত তোমাকেই খুজে নিতে হবে, ভালবাসার ডানায় ভর দিয়ে উড়ে যাও, ভালবাসার শক্তি প্রবল হলে কোন কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, পৃথিবীকে দূর থেকে দেখো না, কেননা তোমার দৃষ্টির গভীরে আরেকটি পৃথিবী আছে যার সম্পর্কে তুমি একেবারেই অনবিঙ্গ, যেদিন এই পৃথিবীর বুকে তুমি চোখ বন্ধ করবে সেদিন সেই অজানা পৃথিবী তোমার দৃষ্টিগোচর হবে, হ্যা তুমি জেনে রেখো যেদিন তুমি চোখ বুজবে সেদিন তোমার এতদিনের পরিচিত পৃথিবীকে অর্থহীন মনে হবে, তোমার হৃদয় একটা বন্ধীশালার মত যেখানে তুমি অনুভূতিগুলোকে বন্ধী করে রাখো, যখন অস্তিত্ব বিলীন হয়ে যায় তখন অনুভূতিগুলো মূল্যহীন হয়ে পড়ে।
top of page
Post: Blog2_Post
bottom of page
댓글